এতদ্দ্বারা NEP-এর অধীনে  প্রথম সেমিস্টার অনার্স এবং MDS (B.A. & B.Sc. General) বিভাগের সকল শিক্ষার্থীকে জানানো যাচ্ছে যে যাদের MDC এর বিষয় Sports and Fitness আছে তাদের Practical Examination  12.04.2025 শনিবার সকাল 7.30 a.m. থেকে হবে। শিক্ষার্থীদের তাদের প্রবেশপত্র ( Admit card), যথাযথ পোশাক (Proper Uniform)এবং ব্যবহারিক প্রকল্পের কাজ (Practical Notebook)সাথে করে নিয়ে আসা বাধ্যতামূলক। উক্ত পরীক্ষা সংক্রান্ত যেকোনো প্রশ্নের জন্য শিক্ষার্থীদের শারীরিক শিক্ষা বিভাগের প্রধান ডঃ কেশব ভট্টাচার্য মহাশয় এর (মোবাইল নম্বর- +91 94349 92232) সাথে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

——আদেশ অনুসারে (অধ্যক্ষ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Website Design and Maintenance by Bapan Parya,SACT,Department of Mathematics,Sukumar Sengupta Mahavidyalaya

X