- Home
- Examination
- 1st Year এর 1st সেমিস্টার এর ছাত্র ছাত্রীদের জানানো যাচ্ছে যে, কিছু ছাত্র ছাত্রী রেজিস্ট্রেশন এর সময় ABC ID ভুল দিয়েছে তাদের নাম, বাবার নাম, মায়ের নাম নিচে দেওয়া হল, তারা যেন অতি অবশ্যই আগামী সোমবার 08/04/2024 তারিখ কলেজ অফিসে তাদের ABC ID জমা করে দিয়ে যায়, তা নাহলে তাদের রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে,পরীক্ষাও দিতে পারবে না । এর জন্য কলেজ কর্তৃপক্ষ কোনও ভাবেই দায়ী থাকবে না ।